হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ওই গাড়ি ভাঙচুর করে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই বিদেশি নাগরিক মারধরের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে এ ঘটনা ঘটে।

আহত দুই ব্যক্তি ইরানের নাগরিক। ঘটনার পর তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়।

আজ মঙ্গলবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক মো. সুজন হক।

পরিদর্শক জানান, বেলা পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাঁদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি ব্যক্তি, যিনি প্রায় ২ লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন। কেন তিনি টাকা দিলেও কোনো বিনিময় পাচ্ছেন না— এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এ সময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহে চিৎকার শুরু করেন। ওই দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটকে মারধর করেন।

ভাটারা থানার পুলিশ জানায়, ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন সেটি রেন্ট-এ-কারের। সবকিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ