বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি দল ও পরিবারের পক্ষ থেকে খোলাসা করা না হলেও সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, আইসিডিডিআর’বিতে তিনি নমুনা দিয়েছিলেন। পরীক্ষার ফলাফল করোনাভাইরাস পজিটিভ এসেছে।
মাইদুল ইসলাম জানান, গতকাল শনিবার বিকালে খালেদা জিয়ার করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। আইসিডিডিআর,বির ল্যাবে নমুনা পরীক্ষার পর আজ রোববার ফলাফল পজিটিভ এসেছে বলে জানানো হয়।