হোম > সারা দেশ > চট্টগ্রাম

বসতবাড়িতে বন্য হাতির তাণ্ডব: অল্পের জন্য রক্ষা পেল পরিবারের সবাই

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাইয়ের চিৎমরমে বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটি কাপ্তাইয়ের ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুসলিমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে তাণ্ডব চালিয়েছে একটি বন্য হাতি। এ সময় ঘর থেকে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছে বাড়ির সদস্যরা। গতকাল রোববার রাত ৮টায় ওই এলাকার আবুল তাহেরের বাড়িতে এই ঘটনা ঘটে। আবু তাহের পেশায় একজন মাঝি।

আজ সোমবার (২৬ মে) আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ৮টায় একটি বন্য হাতি আমার ঘরের পেছন দিক থেকে প্রবেশ করে ঘর ও সব আসবাব ভেঙে তছনছ করে সামনের দিক দিয়ে বের হয়ে যায়। এ সময় ঘরে থাকা পরিবার-পরিজন নিয়ে আমরা দ্রুত বের হয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেই। একটুর জন্য পরিবারের সবাই প্রাণে রক্ষা পাই। আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।’

৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাতির আক্রমণ থেকে পরিবারের সবাই প্রাণে রক্ষা পেয়েছে। অসহায় গরিব মাঝি আবু তাহেরের ঘর ও আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে হাতি। ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ অফিসার সহকারী বন সংরক্ষক আবু কাউসার বলেন, ‘আমরা রাতে খবর পেয়েছি। আমার বিট অফিসার গিয়ে বিস্তারিত খোঁজখবর নেবে।’ চিৎমরমের মুসলিমপাড়া এলাকাবাসীরা বলেন, ‘প্রতিনিয়ত বন্য হাতি এসে আমাদের প্রায় ক্ষতি করছে। আমরা সব সময় হাতির আক্রমণের আতঙ্কে থাকি।’

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার