হোম > সারা দেশ > ঢাকা

আখাউড়ায় জলাশয় ভরাট করার দায়ে ১ লাখ টাকা জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

আখাউড়ায় বালু ফেলে একটি জলাশয় ভরাটের খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালু ফেলে জলাশয় ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করার দায়ে মো. বশির (৪০) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নে আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের তন্তর বাজারসংলগ্ন পূর্ব পাশের একটি জলাশয় বালু ফেলে ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত পরিচালনা করে বশিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ধরখার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও ধরখার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সাজেদুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(৮) ধারায় ১ এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষকসংকট

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান