হোম > সারা দেশ > ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে ২৫ নভেম্বর সমাবেশ করবে ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’

আজকের পত্রিকা ডেস্ক­

আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১ কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত চার বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছি। তারই ধারাবাহিকতায় একই দাবিতে আগামী ২৫ নভেম্বর (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করব।’

তিনি আরও বলেন, ‘এখনো আমরা সমাবেশ করার জন্য ডিএমপি থেকে অনুমতি পাইনি। তবে আশা করি আজ-কালের মধ্যেই অনুমতি পেয়ে যাব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সদস্য নাঈম চৌধুরী, খন্দকার মো. জসীম উদ্দিন, মো. বেলাল হোসেন, মেহেদী হাসান, কামাল হোসেন আজাদ প্রমুখ।

সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

সংকট কাটছে না শিগগির

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০