হোম > সারা দেশ > ঢাকা

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

‘এই দিন দিন না, আরও দিন আছে। সব দিন তো একরকম যায় না। সামনে ভালো দিন আসবে’—আদালতে এ কথা বলেছেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে একটি হত্যা মামলায় রিমান্ড শুনানিকালে এসব কথা বলেন তিনি।

সকাল ৭টার দিকে কামরুল ইসলামকে নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

আসামিপক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

সকাল ৯টায় কামরুল ইসলামকে আদালতে তোলা হয়। কামরুল ইসলামের পক্ষে তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদনের পক্ষে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ঘোর বিরোধিতা করেন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিভিন্ন ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

একপর্যায়ে কামরুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘নিউমার্কেট এলাকা আমার অধীনে না। ওই এলাকার এমপি আমি নিজেও না। এ মামলায় আমাকে ৫৬ নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে।’

কামরুল ইসলাম আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকায় অংশ নেইনি। আমাকে মিথ্যা ভাবে মামলায় আসামি করা হয়েছে।’

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন। আদালতে উৎসুক কিছু আইনজীবী কামরুল ইসলামকে উদ্দেশ করে গালিগালাজ করেন। ওই সময় কামরুল ইসলাম বলেন, ‘এই দিন দিন না, আরও দিন আছে। সব দিন তো একরকম যায় না। সামনে ভালো দিন আসবে।’

তখন আদালতে উপস্থিত উৎসুক আইনজীবীরা আরও ক্ষিপ্ত হন। পরে আদালত কামরুল ইসলামের ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন।

না.গঞ্জে সুজন সম্পাদক: অন্ধকারকে দোষারোপ নয় মোমবাতি হয়ে উঠতে হবে

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

ফসলি জমির মাটি ইটভাটায়

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক