চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত নেজাম উদ্দিন ও আবু ছালেকের সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৫ মার্চ) সাতকানিয়া থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।
মামলায় বাদী হয়েছেন সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। এতে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কবির আহাম্মদের পুত্র আলমগীর (২০), ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে ফরহাদ (৪০), ৮ নম্বর ওয়ার্ডের আলমগীরের ছেলে মো. ফারুক ওরফে কালা ফারুক, উত্তর কাঞ্চনা দীঘির পাড় এলাকার গুরা মিয়ার ছেলে সাইফুদ্দীন ওরফে সাবু এবং এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সিএনজিচালক হারুন।
আসামিরা সবাই নিহত জামায়াতের কর্মী নেজাম এবং ছালেকের সহযোগী। এ মামলায় ১৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।