হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ির দুই সীমান্তে ১৫ জনকে পুশ ইন বিএসএফের

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে ছয়জনকে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল দেওয়ার সময়ে ৩ বিজিবির সুবেদার মো. দেলোয়ারের নেতৃত্বে ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়িতে আছে।

পলাশপুর ৪০ বিজিবির শান্তিপুর বিওপির হাতে আটককৃতরা। ছবি: সংগৃহীত

আটককৃতদের সঙ্গে বলে জানা গেছে, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর তারা কচুছড়ি এলাকায় পৌঁছে। এদিকে একই দিন সকালে বিএসএফ ১১৪ ব্যাটালিয়নের অধীন হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকা দিয়ে পুশ ইন করে। পরে পলাশপুর ৪০ বিজিবির শান্তিপুর বিওপি তাদের আটক করে। বর্তমানে আটককৃতরা মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর বাজার যাত্রীছাউনিতে পলাশপুর ৪০ বিজিবির অধীন শান্তিপুর বিওপির হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে প্রথমবার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ১০২ জনকে পুশ ইন করে ভারত। গত ২৬ মে তারিখে পানছড়ির ঘিলাতলী সীমান্তে ১২ জন এবং ১৯ জুন মাটিরাঙ্গা সীমান্তে ১৩ জনসহ এ পর্যন্ত ১৬০ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষকসংকট

রেললাইনের পাত তুলে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব