হোম > সারা দেশ > ময়মনসিংহ

লন্ডনের বৈঠকে জাতি নির্বাচনের টাইমলাইন পাবে: এমরান সালেহ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

হালুয়াঘাটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব। ছবি: আজকের পত্রিকা

লন্ডনের বৈঠকে জাতি নির্বাচনের নতুন টাইমলাইন পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, সমগ্র জাতি লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির শীর্ষ বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। এ ছাড়া চলমান রাজনৈতিক সংকট নিরসনে এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে।

গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে বনপাড়া কলেজের মাঠে ধুরাইল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বৈঠকের বিষয়ে আশা প্রকাশ করে বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে জাতি নির্বাচনের বাস্তবসম্মত নতুন টাইমলাইন পাবে। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার হতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তথা গণতন্ত্র ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বাস্তবায়নে নিয়ামক ভূমিকা পালন করবে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘কাউকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছালে জনগণ মেনে নেবে না। তাতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। পুরো জাতি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কৃষক, খেতমজুর থেকে শিল্পপতি, যার সঙ্গে দেখা বা কথা হয়, বিস্ময়ভরা চোখে তাদের জিজ্ঞাসা, ভোট কবে?’ জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘দ্রুত নির্বাচন এখন জাতীয় আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। এই আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নই হবে সরকার ও রাজনৈতিক দলের একমাত্র দায়িত্ব।’

অধ্যক্ষ আহম্মদ আলী মল্লিকের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন, নাসিরাবাদ কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, বিএনপি নেতা সারওয়ার জাহান, মোস্তফা কামাল মাস্টার, এমদাদুল হক মেম্বার প্রমুখ।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত