হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে রাতের আঁধারে মাস্ক-হেলমেট পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

মাদারীপুর প্রতিনিধি

মাস্ক, হেলমেট পরে মাদারীপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি নির্জন রাস্তায় ব্যানার নিয়ে কয়েকজনকে মিছিল করতে দেখা যায়।

৩৮ সেকেন্ডের মিছিলের ভিডিওটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাদারীপুর জেলা শাখার সদস্য ও মাদারীপুর পৌর শাখার সভাপতি নোবেল ব্যাপারী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ছবিসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিসম্বলিত ব্যানার হাতে নিয়ে নির্জন একটি সড়কে মিছিল বের করেন বেশ কয়েকজন যুবক। তাঁদের মুখে মাস্ক ও কয়েকজনের মাথায় হেলমেট পরা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর শহরের সরদার কলোনির সড়কে কয়েকজন তরুণ মাস্ক পরে দাঁড়ানো ছিল। হঠাৎ তাঁরা একটি ব্যানার হাতে নিয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলটি সর্বোচ্চ ৫ মিনিট স্থায়ী ছিল। সবার মুখে মাস্ক ছিল, তাই কারও চেহারা চেনা যায়নি। তাঁদের মিছিলটি তোতা সড়কে গিয়ে শেষ হয়ে যায়। পরে তাঁরা দ্রুত স্থান ত্যাগ করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ঝটিকা মিছিল হয়েছে কি না, আমার জানা নেই। তবে তাঁরা লুকিয়ে শহরের নির্জন স্থান বা অলিগলিতে চোরের মতো মিছিল করে থাকতে পারেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর