হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার মাকুরশাহ মাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মোরশেদ আলম তানিম (১৮) নামে এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

আজ বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন রোডের মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয় তানিম।

নিহতের বাবা তারেক ফিরোজ আলম জানান, তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার বামনী গ্রামে। বর্তমানে বংশালে নূর বক্স লেন এলাকায় থাকেন। তানিম বংশাল আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে তানিম ছিল বড়।

তিনি আরও জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয় তানিম। পথচারীরা সেখান থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হলে পরদিন মঙ্গলবার বিকেলে আবার অসুস্থ হয়ে পড়ে তানিম। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সাড়ে ৫টার দিকে মারা যায় তানিম।

তানিমের বাবা আরও জানান, আহতাবস্থায় তানিমের কাছ থেকে জানতে পারি, সোমবার রাতে বাসায় ফেরার সময় মাকুরশাহ মাজারের সামনে আসলে দুই ছিনতাইকারী তানিমের পথরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল না দিলে তানিমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

চকবাজার থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, গত সোমবার রাতে মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয়েছিল ওই শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরিবারের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই