নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনাকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির সাগর-রুনি মিলনায়তনে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এসময় ডা. রফিকুল ইসলাম বলেন, ‘করোনাকালে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। এ সময়ে সাংবাদিকদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।’
ভবিষ্যতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেবামূলক কাজে বিএনপি পাশে থাকবে বলেও উল্লেখ করেন রফিকুল।