হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে পার্কের ওয়াচ টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে ছাত্রদল নেতার মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

জামালপুরের সরিষাবাড়ী পৌর ছাত্রদল নেতা ইমতিয়াজ আকুল মিয়া। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে ঝাঁপ দিয়ে ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকুল মিয়া পৌরসভার সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে। তিনি পৌর ছাত্রদলের নেতা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, ঈদের আনন্দ উপভোগ করতে আকুল মিয়া তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অগোচরে তিনি পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফ দেন। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে টাওয়ারসংলগ্ন জমে থাকা পানিতে খোঁজাখুঁজি করেন। পরে পানির নিচে ডুবে থাকা অবস্থায় তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পার্কের মালিক রুহুল আমিন সেলিম বলেন, ‘পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। কিন্তু নিয়ম ভেঙে এভাবে পানিতে লাফ দেওয়া অনুচিত। নিহতের বড় ভাই আমার পার্কেই কর্মরত। তবে ঘটনার সময় আমি পার্কে উপস্থিত ছিলাম না।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন

গাজীপুরে চাঁদাবাজি মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে হালতি বিলের বোরো বীজতলা, চিন্তিত কৃষক

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত