হোম > সারা দেশ > ঢাকা

বাসায় আটকে রেখে ৪ স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষক কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজধানী থেকে শিক্ষক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লার চার ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে রাজধানী থেকে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বাসা থেকে তিন স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান (৪৫) নারায়ণগঞ্জের ফতুল্লার স্থানীয় একটি স্কুলের শিক্ষক এবং বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার বিবরণে তিনি জানান, গ্রেপ্তার মিজানুর রহমান বিকৃত রুচির লোক। তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন এবং ওই স্কুলের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রতি শুক্রবার স্কুল বন্ধের দিন আর্ট ও কম্পিউটারে ক্লাস করাতেন। ছাত্রীদের নানা প্রলোভন দেখিয়ে চলতি মাসের ৬ জুন দশম শ্রেণির দুই ছাত্রীকে মিজান মোহাম্মদপুরের বাসায় নিয়ে যান। সেখানে তাঁদের আটকে রেখে গ্রেপ্তারের আগ পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন।

একই কায়দায় ১১ জুন দশম শ্রেণির আরেক ছাত্রীকে মোহাম্মদপুর নিয়ে আটকে রেখে ধর্ষণ করেন। সবশেষ ২৩ জুন দশম শ্রেণির এক ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে গিয়ে তাকেও ধর্ষণ করেন।

তাদের মধ্যে এক ছাত্রী কৌশলে সেই বাসা থেকে বেরিয়ে বাড়িতে এসে বিস্তারিত জানায়। সেই সঙ্গে তার তিন বান্ধবীর পরিবারকেও বিষয়টি জানিয়ে পুলিশকে অবগত করলে গতকাল রাতে পুলিশ মোহাম্মদপুরে অভিযান চালায়। এ সময় মিজানের বাসা থেকে আটকে রাখা তিন স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। আটক করা হয় মিজানকে।

ওসি শরিফুল ইসলাম বলেন, চার ছাত্রীর মধ্যে একজন ছাত্রীর পরিবার থানায় মামলা করেছেন। মিজানের বিরুদ্ধে ঢাকার একটি থানাতেও পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলা রয়েছে। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর