হোম > সারা দেশ > ঢাকা

বঞ্চিত শিক্ষার্থীদের একবার হলেও চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘৩ বছর করোনায় বঞ্চিত, ব্যাকডেট বঞ্চিত, ৩২ বঞ্চিত জেনারেশনদের চাকরিতে আবেদনের সুযোগ প্রদান’—শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনায়েদ সাকী। ছবি: আজকের পত্রিকা

করোনাসহ নানা কারণে বঞ্চিত ১৯৯২-৯৩ সালে জন্ম নেওয়া শিক্ষার্থীদের একবারের জন্য হলেও সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এমনটাই মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের ‘৩ বছর করোনায় বঞ্চিত, ব্যাকডেট বঞ্চিত, ৩২ বঞ্চিত জেনারেশনদের চাকরিতে আবেদনের সুযোগ প্রদান’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘৯২ থেকে ৯৩ সালে যারা জন্মগ্রহণ করেছেন, তাঁরা বঞ্চনার শিকার। কারণ, তাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঠিকঠাকভাবে অংশগ্রহণ করতে পারেননি। করোনার কারণে একটি গ্যাপ তৈরি হয়েছে। এ ছাড়া সরকারি চাকরির বয়সসীমা যখন ৩২ করা হয়েছে, সে সুযোগটাও তারা নিতে পারেননি। সুতরাং, বিষয়টি সরকারের মানবিকভাবে বিবেচনা করা উচিত। সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করা উচিত, যাতে এই পরীক্ষার্থীরা অন্তত একবার হলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারে।

সাকি আরও বলেন, ‘বাংলাদেশে সরকারি চাকরির যে বয়সসীমা, এটি এমন একটি অবস্থায় রয়েছে যে, এই সীমা পার করলে একজন শিক্ষানবিশের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়াটা কঠিন হয়ে ওঠে। কারণ, তাদের যথেষ্ট অভিজ্ঞতা নেই। জনপ্রশাসনসংক্রান্ত সংস্কার কমিটি কিন্তু সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার সুপারিশ করেছে। সরকারি চাকরির যাবতীয় প্রস্তুতির জন্য শিক্ষার্থীর কিছুটা সময় দরকার হয়। বর্তমান সময়সীমায় (৩২ বছর) তা কঠিন।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘এই জুলাই অভ্যুত্থান কিন্তু চাকরির জন্যই হয়েছে। কোটা সংস্কারের দাবি থেকেই কিন্তু অভ্যুত্থানের সূত্রপাত। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, আমরা তরুণদের জন্য উদ্যোক্তামূলক পরিবেশ তৈরি করতে পারিনি। সুতরাং, তরুণদের চাকরির ক্ষেত্রে এখন সুযোগটা বাড়ানো প্রয়োজন। কারণ বেকারের সংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু সামাজিকভাবে অস্থিরতা বাড়বে।’

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ