মাগুরায় ট্রাক চাপায় সাহিদ মোল্যা (৫০) নামে এক নৈশপ্রহরী মারা গেছেন।
আজ শুক্রবার ভোরে উপজেলার বিনোদপুর বাজারের চৌরাস্থায় এ দুর্ঘটনা ঘটে।
সাহিদ উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামের বারিক মোল্যার ছেলে।
তিনি বিনোদপুরবাজার বণিক সমিতির নৈশপ্রহরী ছিলেন।
এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে। কিন্তু চালক পালিয়ে গেছেন। ট্রাকটি মাগুরা জেলার রূপালী স্টোর নামে একটি প্রতিষ্ঠানে বলে জানা গেছে।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস জানান, মাগুরা-মহম্মদপুর সড়কের পাশে বিনোদপুর বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন সাহিদ। ঘটনার সময় বাজারের চৌরাস্তায় একটি দোকানে বসে ছিলেন তিনি। মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি ট্রাক সাহিদকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।