হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৭ শিক্ষার্থী

জামালপুর প্রতিনিধি 

প্রবেশপত্র না পেয়ে জামালপুর পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৭ শিক্ষার্থী। তাঁরা সবাই জামালপুর পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। প্রবেশপত্র না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন। এ সময় প্রতিষ্ঠানটির সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে কর্তৃপক্ষ আত্মগোপনে চলে যায়।

গতকাল বুধবার (২৫ জুন) রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেও পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে হট্টগোল করেন। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র বাবদ অর্থ নিয়েছে, কিন্তু তাঁদের পরীক্ষার জন্য কোনো কাগজপত্র দেয়নি।

ঘটনার পর থেকে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভবনে তালা লাগানো অবস্থায় রয়েছে। সরিয়ে ফেলা হয়েছে সাইনবোর্ডও। কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘প্রমাণসহ লিখিত অভিযোগ পেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বছর জামালপুর জেলায় ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর