হোম > সারা দেশ > ঢাকা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আয়োজনে বেলুন বিস্ফোরণ, ১১ দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেলুন বিস্ফোরণে ৭-৮ জন দগ্ধ হয়েছে। ছবি: আজকের পত্রিকা।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আয়োজনে বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ‎বিস্ফোরণে দগ্ধ হয়েছে অন্তত ১১ জন। আজ ৫ আগস্ট মঙ্গলবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

‎ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট হেলিকপ্টারে করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার আকৃতির শতাধিক বেলুন ওড়ানো হয়। বেলুন ওড়াতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বেলা আড়াইটার দিকে হেলিকপ্টার বেলুন ওড়ানো হয়। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। পরে দেখা যায়, ৭-১১ জন দগ্ধ হয়েছে। তাদের গায়ের কিছু কিছু অংশ দগ্ধ হয়েছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ‎

বেলুন বিস্ফোরণে ৭-৮ জন দগ্ধ হয়েছে। ছবি: আজকের পত্রিকা।

‎তাঁরা আরও জানান, বেলুন ওড়ানোর সময় স্পিকারের তারে আগুন লাগে। পরে ড্রোনের পাখার বাতাসে আগুন নিভিয়ে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে এই আগুন নিভে যায়। সেই আগুনে কেউ দগ্ধ হয়নি।

‎তবে সে সময় ফায়ার সার্ভিসের কোনো কর্মীকে দেখা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

‎ফায়ার সার্ভিসের দায়িত্বরত এক কর্মকর্তা মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভিন্ন ইউনিট কাজ করছিল। কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে তখন আমাদের কোনো ইউনিট ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, তারে একটু আগুন জ্বলছে। তবে আহতদের কাউকে তখন সেখানে দেখা যায়নি।’

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নতুন কমিটি ঘোষণা

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

কারাবন্দি যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

ময়মনসিংহে টমেটো খেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

৩৫ ফুট নিচে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখা যায়নি

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

২২ ইঞ্জিনের ১৬ টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

টাকা চুরির জন্য সন্দেহ করায় মা-মেয়েকে হত্যা