হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মেয়র তাপসের সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শুক্রাবাদ এলাকায় সোমবার মধ্য রাতে গ্রেপ্তার হন মো. খোরশেদ আলম। ছবি: সিআইডি

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলি করে হত্যায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সহযোগী মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার মধ্যরাতে রাজধানীর শুক্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ‎

‎আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সাবেক মেয়রের সহযোগী খোরশেদ আলম (৪৮) দীর্ঘদিন পলাতক ছিলেন।

‎‎মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলা এলাকায় আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ছোড়া হলে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন।

এ ঘটনায় পরে ধানমন্ডি থানায় হত্যা মামলা করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। ‎

‎সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ডিএসসিসির সাবেক মেয়রের সহযোগী খোরশেদ আলম ওই দিন ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন বলে তদন্তে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি তিনি স্বীকারও করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত ১৫ মে একই মামলায় সাবেক মেয়র তাপসের আরেক ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছিল সিআইডি।

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

‘সাদাপাথর-কাণ্ডে পদ স্থগিত’ সেই সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপি

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস