ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবন থেকে পড়ে সঞ্জু বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞানের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ সোমবার (১৪ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম।
তিনি বলেন, ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সঞ্জুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এরপর চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে গিয়েছিলেন বলে কর্মীদের কাছ থেকে শুনেছি।
জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস বলেন, ভোরে এক দারোয়ান তাঁকে ফোন কল করে হলের ভেতরে রাস্তার পাশে এক শিক্ষার্থীকে নিথর অবস্থায় পড়ে থাকার খবর জানান। সেখানে গিয়ে কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছেন। তবে পড়েছেন নাকি লাফ দিয়েছেন তা বলতে পারছেন না।
সঞ্জু বাড়াইকের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।