হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে ছালমা খাতুন (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। স্বজনদের দাবি তাঁকে হত্যা করা হয়েছে। ছালমা খাতুন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার আলাউদ্দিন হোসেনের তৃতীয় স্ত্রী।

আজ রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে ওই নারীর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হান্ডিয়াল পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ওই গৃহবধূর ভাই রবিউল ইসলাম রবি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন আত্মহত্যা করার মতো মেয়ে নয়। আমাদের ধারণা তাকে মেরে ঝুলিয়ে রেখেছে কিংবা নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।’

ঘটনাস্থল পরিদর্শন করে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে গৃহবধূর বাবার বাড়ির সদস্যদের ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে। এ জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা