হোম > সারা দেশ > সিলেট

এমসি কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

ফাইল ছবি

সিলেটের এমসি কলেজে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আজ মঙ্গলবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার পরবর্তী শুনানি দিন ১৩ মে নির্ধারণ করেন।

আদালতে শুনানি সময় মামলার ৮ আসামি উপস্থিত ছিলেন।

এর আগে মামলাটি সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। বাদীর আবেদন ও উচ্চ আদালতের নির্দেশে ওই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনাল সাক্ষীদের প্রতি সমন ইস্যু করে আগামী ১৩ মে তাঁদের ডেকেছেন।’

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে (২০) দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহ পরান থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা করেন।

পরে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তিন দিনের মধ্যে মূল অভিযুক্ত ছয়জনসহ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ধর্ষণের ডিএনএ পরীক্ষায় ৮ আসামির মধ্যে ছয়জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর ২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহ পরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা