হোম > সারা দেশ > ঢাকা

মিটফোর্ডের পৈশাচিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে আইনের শাসন নেই: ঢাবি ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে জনসমক্ষে কুপিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার রাত ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ ওরফে লাল চাঁদ নামের এক তরুণ ব্যবসায়ীকে জনসমক্ষে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় পৃথক স্থানে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হওয়া ছাত্রদলের মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাস চত্বরের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে অংশ নেওয়া ছাত্রদলের নেতা-কর্মীরা ‘সোহাগ হত্যার বিচার চাই’, ‘আমাদের অধিকার, নিরাপদ বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’সহ নানা স্লোগান দেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যে পৈশাচিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে সেটি ঘটিয়ে উল্লাস করা হয়েছে তা প্রমাণ করে দেশে আইনের শাসন নেই। আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিচার না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও পৃথক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। তারা শুধু সোহাগ হত্যার নয়, সারাদেশে চলমান ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই বিকালে মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্যে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারীরা ঘটনাস্থলে দাঁড়িয়ে উল্লাস করছিল। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার