হোম > সারা দেশ > সিলেট

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আরও ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাল্লাথল পুঞ্জি সীমান্ত দিয়ে তাঁদের ঠেলে পাঠানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ এবং ১৮টি শিশু রয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো অন্তত ৪৫০ জনকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহলদল ৪৮ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, তাঁরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। আজ তাদের বিএসএফ বাংলাদেশে পুশইন করে। তাঁদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলায়। পরে বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ঘটনার আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা