হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

মৌলভীবাজার, প্রতিনিধি 

মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত করেছেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টার দিকে শহরের শাহ মোস্তফা রোডে দেওয়ান মঞ্জিলে মরহুমের পরিবারের সঙ্গে দেখা করেন আমিরে জামায়াত। পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।

মরহুম সিরাজুল ইসলাম মতলিবের ১০ সন্তানের মধ্যে ৯ জন প্রবাসে থাকেন। বাবার মৃত্যুতে তিন ছেলে ও দুই মেয়ে দেশে এসেছেন। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান, দেওয়ান কামরুজ্জামান শিবলী, দেওয়ান মাশকুরুজ্জামান, দেওয়ান মুয়াজ উজ্জামানসহ অন্যান্য সদস্য।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, প্রবাসী দায়িত্বশীল সুলতান আহমদ ও জালাল আহমদ, সহকারী সেক্রেটারি আলা উদ্দীন শাহ, মাওলানা হারুনুর রশীদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, ছাত্রশিবির জেলা সভাপতি নিজামুদ্দিন, জেলা সেক্রেটারি ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত করেন। পরে উপস্থিত সবার সঙ্গে তিনি মরহুমের জীবনের স্মৃতিচারণ করেন এবং মোনাজাত পরিচালনা করেন।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী