হোম > সারা দেশ > ঢাকা

পদোন্নতি ও বদলিতে কানাকড়ি দুর্নীতি করলে জীবন ডাউন করে দেব: কৃষিসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খামারবাড়ীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে বৃহস্পতিবার সভার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

কৃষি খাতে পদোন্নতি, বদলিসহ সব ধরনের কাজ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হবে। কোনো ব্যক্তি কানাকড়ি দুর্নীতি করলে তার জীবন ডাউন করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

আজ বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ‌‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ এই সভার আয়োজন করে।

কৃষিসচিব বলেন, ‘কেউ টাকাপয়সা দিয়ে পোস্টিং নিলে বা হলে তাকে ডাউন করা হবে। পোস্টিং হবে যোগ্যতার ভিত্তিতে। যারা তথ্য দিয়ে সহযোগিতা করবে, তাদের ভালো জায়গায় পোস্টিং দেওয়া হবে।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পটির পরিচালক আব্দুল হালিম। তিনি বলেন, ‘পাহাড়ি অঞ্চলে ৭৫০ লাখ হেক্টর ও উপকূলে ১৮ লাখ হেক্টর জমি পড়ে আছে। এসব জমিকে ফল চাষের আওতায় নিয়ে আসা আমাদের প্রধান লক্ষ্য।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবউল্লাহ, মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা, হর্টিকালচার উইংয়ের পরিচালক এস এম সোহরাব উদ্দীন এবং অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এনামুল হক।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী