হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সজীব তরফদার । ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সজীব তরফদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার উপজেলার মির্জাপুরের আমতলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সজীব তরফদার ডেমা গ্রামের মৃত সিদ্দিক তরফদারের ছেলে। তিনি ডেমা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

স্বজনদের অভিযোগ, তার রাজনৈতিক প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, নিহতের চাচা কামাল তরফদারকে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাট শহরে যাচ্ছিলেন। বেলা ২টার দিকে পাশের গ্রাম মির্জাপুরের আমতলা মসজিদের সামনে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

এ সময় গুলিবিদ্ধ হন সজীবের চাচা কামাল তরফদারও। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সজীবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।

সজীবের বড় ভাই নাজমুল তরফদার বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাইয়ের মাথায় চারটা গুলি লেগেছে। রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। আমরা এই হত্যাকারীদের বিচার চাই।’

এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘সজীব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন। সে কারণে তার প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।’

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘ধারণা করা হচ্ছে, শটগান দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা নিশ্চিত করতে একাধিক দল ছিল, হত্যাকারীরা মুখোশ পরা ছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক