হোম > সারা দেশ > মৌলভীবাজার

বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে স্থানীয় এক জনপ্রতিনিধি দাবি করেছেন। গতকাল শনিবার রাতে উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বিএসএফের গুলিতে নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

ইউপি সদস্য জয়নুল ইসলাম বলেন, ‘প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করত। তাকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি। বিএসএফ তার পায়ে গুলি করে।’

ইউপি সদস্য জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গেলাম আপছার বলেন, ‘নিহত ব্যক্তির ভাই আমাদের বিষয়টি অবগত করেছেন। এখনো বিজিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’ ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ঘটনাটি তাঁরা লোকমুখে শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাঁদের কিছু জানানো হয়নি।

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক