হোম > সারা দেশ > পিরোজপুর

ধর্ষণ মামলার সাক্ষীদের হয়রানির অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

বহিষ্কৃত জামায়াত নেতা মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নুরানি মাদ্রাসার সামনে তোলা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের ইন্দুরকানীতে ধর্ষণ মামলার সাক্ষীদের হয়রানির অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতা মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নুরানি মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ. ছত্তার হাওলাদার, সাক্ষী জসিম উদ্দিন, সরোয়ার হাওলাদার, শিক্ষক জাকির হাওলাদার, আউয়াল হাওলাদার, নাসিমা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের নভেম্বরে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নাসির উদ্দিন এক নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী খালিসপুর থানায় অভিযোগ করেন। থানা-পুলিশ ব্যবস্থা না নেওয়ায় খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি। এই মামলায় আটজন সাক্ষীকে নাসির উদ্দিন বিভিন্ন সময় হুমকি ও মামলা দিয়ে হয়রানি করছেন। অপকর্ম করার দায়ে জিয়ানগর উপজেলা জামায়াত নেতারা তাঁকে দল থেকে বহিষ্কার করেছেন।

এ বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘আমার সম্মান নষ্ট করার জন্য শত্রুপক্ষ মানববন্ধন করেছে।’

উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেনকে মোবাইল ফোনে কল দিলে তিনি এ বিষয় বক্তব্য দিতে রাজি হননি।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘নাসির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছে শুনেছি। এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত