হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরের নামে সাবেক গোয়েন্দাপ্রধান হারুনের উত্তরার আরও একটি প্লট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামে থাকা রাজধানীর উত্তরায় আরও একটি প্লট ও প্লটের ওপরের স্থাপনা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানভীর আহমেদ।

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন সম্পদ জব্দের আদেশ চেয়ে আদালতে করা আবেদনে বলেন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়ার উলুহারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের নামে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের রবীন্দ্র সরণির ৪১ নম্বর প্লট ও প্লটের ওপরের স্থাপনা থাকলেও তা মূলত হারুনের বেনামে কেনা সম্পদ। তিনি এসব সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক সাবেক ডিবিপ্রধানের এসব সম্পদ জব্দ করা দরকার।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশীদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

সেদিন তাঁর ভাই এ বি এম শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দ এবং ১১টি ব্যাংক হিসাব ও তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেন আদালত।

এরপর জাহাঙ্গীর হোসেনের নামে কেনা উত্তরা আবাসিক এলাকার তিনটি প্লট ও একটি ফ্ল্যাট গত ২৪ এপ্রিল জব্দের নির্দেশ দেওয়া হয়। তার আগে জাহাঙ্গীরের বিদেশগমনেও নিষেধাজ্ঞা দেন আদালত।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০