হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

মোহাম্মদ বাবু। ছবি: সংগৃহীত

চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের আনোয়ারা থেকে বোয়ালখালীতে নিয়ে বাসায় আটকে রেখে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ বাবু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালখালীর কালুরঘাটের একটি ভাড়া বাসা থেকে বাবু গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। গ্রেপ্তার যুবকের বাড়ি রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকায়। তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর কালুরঘাটে একটি ভাড়া বাসায় থাকেন।

আজ শুক্রবার বিকেলে আনোয়ারা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কিশোরীর মা আনোয়ারা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালুরঘাটের ওই বাসায় আটকে রেখে কিশোরীটিকে ধর্ষণ করা হয়।

পুলিশ জানিয়েছে, কিশোরীর এক বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় গ্রেপ্তার যুবকের স্ত্রীর সঙ্গে। একপর্যায়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে বাবু ওই কিশোরীকে মঙ্গলবার বিকেলে বোয়ালখালীতে নিয়ে যান। ওই দিন একটি ভাড়া বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কিশোরী মোবাইল ফোনে তার পরিবারকে জানানোর পর পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীরা বাদী হয়ে থানায় মামলা করেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উদ্ধার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়