হোম > সারা দেশ > ঢাকা

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহাম্মদপুরে ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কবি, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দুই যুবককে বোমা ছুড়ে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ‘তারাবির নামাজের সময় দুই যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাটের দড়ি দিয়ে প্যাঁচানো দুটি বোতল উদ্ধার করা হয়, যেগুলোতে পেট্রোল ভরা ছিল।’

ইবনে মিজান বলেন, ‘বোমা বিস্ফোরিত হয়নি, ফলে কোনো ক্ষতি হয়নি। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

ওই বাড়িতে থাকা এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে ওঠে। তিনি জানান, রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি আরও জানিয়েছেন, এক রিকশাচালক তাঁদের আগুন লাগার বিষয়ে অবহিত করেন। ওই রিকশাচালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন।

ফরহাদ মজহার নব্বইয়ের দশকে ‘নয়া কৃষি আন্দোলন’-এর মাধ্যমে নতুন কৃষিবিপ্লবের ডাক দেন। তারই একটি উদ্যোগ ‘শস্য প্রবর্তনা’, যেখানে লাল চালসহ বিভিন্ন ধরনের অরগানিক খাদ্যসামগ্রী পাওয়া যায়। ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই প্রতিষ্ঠানের শাখা আছে। মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের আউটলেটটিতে একটি ছোট খাবারের দোকানও আছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ