হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কালাই থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিহত রবিউল ইসলাম কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই-খরপা গ্রামের ইলাহীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম গতকাল সন্ধ্যায় তাঁর ব্যাটারিচালিত অটোভ্যানে আলু নিয়ে বগুড়ার কিচক বাজারের উদ্দেশে রওনা দেন। পথে তাঁর ভ্যানের সকাপ ভেঙে যায়। ফলে তিনি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওপরে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে বগুড়া যাওয়ার পথে রবিউল ইসলাম মারা যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা