হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বেহাল সড়ক, কর্মকর্তাদের ‘গায়েবানা জানাজা’ এলাকাবাসীর

লক্ষ্মীপুর প্রতিনিধি

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’ বিক্ষুব্ধ এলাকাবাসীর। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক দীর্ঘদিন ধরে বেহাল। বারবার সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হলেও তেমন কোনো সংস্কার কার্যক্রম শুরু হয়নি। সড়ক সংস্কারে পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’র আয়োজন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপথ অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি হয়। এতে বক্তব্য দেন জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্যসচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল, বেলায়েত হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাস্তায় খানাখন্দ ও ভাঙাচোরা। এর ফলে যানবাহন ও পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কয়েকবার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে এ বিষয়ে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা আজকে গায়েবানা জানাজার আয়োজন করেছি।’ বক্তারা আরও বলেন, যত দ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। এ ব্যাপারে জানতে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে অফিসে গিয়ে পাওয়া যায়নি।

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল পৌনে ১২ কোটি টাকা

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ