হোম > সারা দেশ > ঢাকা

মেঘনায় বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫, ড্রেজারে আগুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে বালুমহালের নির্ধারিত অংশের বাইরে থেকে বালু তোলার প্রতিবাদে ড্রেজারে হামলা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ সদরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে ড্রেজারের শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। এ সময় একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামসংলগ্ন মেঘনা নদীতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে মো. মোস্তফা (৫৫) নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইজারা দেওয়া বালুমহালের নির্ধারিত সীমা লঙ্ঘন করে ড্রেজারের শ্রমিকেরা গ্রামসংলগ্ন নদীর অংশ থেকে বালু উত্তোলন করছেন। এতে তীরবর্তী বসতভিটা ও ফসলি জমিতে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। তাই ক্ষুব্ধ গ্রামবাসী সকালে বালু উত্তোলনকাজে বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়।

চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা মো. নুরে আলম সাগর বলেন, ‘বালুমহালটির ইজারা হয়েছে ভাসানচর মৌজায়। অথচ তারা এসে চর আব্দুল্লাহ মৌজায় জমির কাছ থেকে বালু উত্তোলন করছে। এখানে আমাদের প্রায় চার একর জমি রয়েছে। জমি ও বসতভিটা রক্ষায় গ্রামবাসী বাধা দিয়েছে।’

জানতে চাইলে বালুমহালের ইজারাদার মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির বলেন, ‘আমরা তিন দিন আগে বালু উত্তোলন শুরু করি এবং প্রশাসনের নির্ধারিত সীমানার মধ্যে কাজ করছি। হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে কিছু লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালায় ও ড্রেজারে আগুন দেয়।’

এ বিষয়ে চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারে হামলা চালিয়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। একটি ড্রেজারে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। তবে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে