হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে যুবক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

শরীয়তপুর জেলার পালং থানার পশ্চিম চররোসুদ্ধি গ্রামের যুবক দেলোয়ার হোসেন সরদার হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী বিকেলে এ রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ইসমাইল সরদার, ছালমুন সরদার, রেজাউল সরদার, জুয়েল সরদার ও আমিনুল সরদার।

খালাসপ্রাপ্তরা হলেন মজিবর সরদার, ফজলুল সরদার, আ. মালেক সরদার, মোকলেছ সরদার, মাহাবুব সরদার, তোতা সরদার, টিপু সরদার, পারভেজ সরদার, আ. ছালাম সরদার, পাভেল সরদার, আজিজুল হক সরদার ও পারুল বেগম।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ জুলাই দেলোয়ার হোসেন সরদার ও তাঁর ভাই দুলাল সরদার শরীয়তপুর জেলার পালং মডেল থানার সুবচনী বাজার থেকে অটোবাইকে করে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জেরে এ সময় দুষ্কৃতকারীরা তাঁদের অটোবাইকের গতিরোধ করেন। অটোবাইক থেকে দেলোয়ার হোসেন সরদারকে টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন।

তাঁদের স্বজন পারভীন আক্তার ভিকটিমদের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে এসে বাধা দিলে আসামিরা তাঁকেও এলোপাতাড়ি মারধর করে জখম করেন। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দেলোয়ার হোসেন সরদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। ওই দিনই রাত সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন সরদারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০১৭ সালের ১৪ জুলাই দেলোয়ার হোসেন সরদারের বাবা আ. সালাম সরদার বাদী হয়ে পালং মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১০ ডিসেম্বর ফরিদপুর জেলার পিবিআই পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন ১৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরে মামলাটি সরকারের নির্দেশে ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। মামলার বিচার চলাকালে এক আসামি মারা যাওয়ায় ১৭ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলে। মামলার বিচার চলাকালে ৩১ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি