তিন মাসের কমিটি দিয়ে ২৩ বছর পার করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ। দীর্ঘদিন পেরিয়ে গেলেও কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাছাড়া সাংগঠনিক কার্যক্রমেও দেখা দিয়েছে স্থবিরতা। একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পরেছে নেতাকর্মীরা। এ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পরছে কর্মী-সমর্থকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনটি গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পাকুন্দিয়া সরকারী কলেজের সভাকক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন কবীর, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুল আহমেদ প্রমুখ।
সভায় নয়টি ইউনিয়ন ও পৌরসভায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। রমজান মাসের আগেই কমিটিগুলো গঠন করা হবে বলে জানা গেছে।