হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রেপ্তার আকবর আলী। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আকবর আলীকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (২২ জুন) রাতে ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, গত বছরের ৫ আগস্ট রাত সাড়ে ৮টায় দেওয়ানহাট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্থানীয় ও বহিরাগত কিছু লোক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় বরফ সরবরাহে নিয়োজিত মো. ইউসুফ গুলিতে আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইউসুফের বাবা এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উপকমিশনার হোসাইন কবির বলেন, ‘গ্রেপ্তার হওয়া আকবর আলী ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। আকবর আলী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ছাত্র-জনতার ওপর হামলা করে গুলি চালায়। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ