হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় বাড়িতে সশস্ত্র ডাকাতি, গুলিতে গৃহকর্তা নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় একটি বসতবাড়িতে সশস্ত্র হামলা করে লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিতে গৃহকর্তা নিহত এবং তাঁর ভাই আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নূরারডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নুরুল আমিন বাবুল (৪০) ওই এলাকার মৃত ইসহাক আহমদের ছেলে। গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান (৩৫) নিহতের ছোট ভাই।

নিহতের স্ত্রী আছিনা খাতুন বলেন, গতকাল সন্ধ্যায় বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে পানের বরজ থেকে তুলে আনা পান গোছগাছ শেষে স্বামী নুরুল আমিন বাবুল বাজার থেকে মাছ কিনতে যান। সঙ্গে ছোট ভাই মোহাম্মদ হাসানও ছিলেন। তাঁরা মাছ কিনতে বের হওয়ার কয়েক মিনিট পর মুখোশ পরা ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়িতে হানা দেয়। ডাকাতের দল লম্বা বন্দুক, কিরিচ ও ছোরা নিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে। এ সময় স্বর্ণালংকার এবং কোরবানির গরু বিক্রি বাবদ থাকা নগদ ২ লাখ টাকা লুট করা হয়। পথে তাঁর স্বামী ও দেবর বাড়িতে ফেরার পথে ডাকাত দলের সামনে পড়েন। এ সময় ডাকাতেরা গুলি ছুড়ে এবং কুপিয়ে তাঁদের আহত করে।

জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এটি ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে সংঘটিত, তা তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা