হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ‘ভাবি ভাবি’ স্লোগানে মুখর হলো এনসিপির পথসভা

রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার রাজবাড়ীতে এনসিপির সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে গিয়ে অন্য রকম অভ্যর্থনা পেলেন এনসিপির নেত্রী ডা. তাসনীম জারা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ পথসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন।

সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা উপস্থিত ছিলেন। তিনি খালেদ সাইফুল্লাহর স্ত্রী। খালেদ সাইফুল্লাহর বাবার বাড়ি রাজবাড়ীতে।

পথসভা সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্য শুরুর আগে তাসনীম জারার জন্য ‘ভাবি ভাবি’ স্লোগান দেওয়ার আহ্বান জানান। নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত সাড়ায় সারজিস আলম বলেন, ‘আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি—জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি।’ এ সময় সভাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

তাসনীম জারা তাঁর বক্তব্যে বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সেই সুবাদে রাজবাড়ীতে আমার আসা–যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা। এই জেলা সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি তাঁদের ভালোবাসায় অভিভূত।’

রাজবাড়ীর স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তাসনীম জারা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যা দূর করতে চায়।’ তিনি সংবিধান সংশোধন প্রসঙ্গে বলেন, ‘যে সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময়, রাষ্ট্রের বাহিনী দিয়ে মানুষকে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধান আমরা রাখব না। সংবিধান হবে সব নাগরিকের।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ জেলা ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী। পদযাত্রা শেষে নেতারা মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন।

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত