হোম > সারা দেশ > খুলনা

খুবি ছাত্র অর্ণব হত্যা: থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

খুলনা প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার সরকারকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের করা এই মামলার বাদী হন নিহতের বাবা নিতীশ কুমার সরকার।

মামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই। তিনি বলেন, মামলার জন্য নিহত অর্ণবের বাবা নিতীশ কুমার সরকারসহ পরিবারের কয়েকজন সদস্য সোনাডাঙ্গা মডেল থানায় আসেন। তিনি অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এসআই আব্দুল হাই বলেন, গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা খুবি ছাত্র হত্যাকাণ্ডের বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন। হত্যাকাণ্ডে যদি তাঁদের সম্পৃক্ততা না থাকে, তাহলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

গত শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র অর্ণবকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা প্রথমে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ