ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।
শনিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর পৌর শহরের রেললাইন থেকে শ্রীপুর চৌরাস্তা পর্যন্ত ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন হেফাজতের কর্মীরা।
শ্রীপুর মফিজিয়া মাদ্রাসার পেশ ইমাম মাওলানা মুফতী শামিমরে নেতৃত্বে উপজেলা হেফাজত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা মোদী বিরোধী বিভিন্ন শ্লোগানও দেন।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, অল্প সময়ের জন্য হেফাজতের কয়েকজন লোক মিছিল করেছিলো। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তারা। তবে কোন ধরনের সহিংসতা হয়নি।