হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম (৩০)।

সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারে তাঁর একটি ফার্নিচারের দোকান রয়েছে। গত ২৫ মার্চ রাতে হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তাঁকে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা দিতে তিনি রাজি না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকেই তিনি দোকান চালাতে ভয় পাচ্ছেন।

সাদ্দাম আরও বলেন, ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি। তিনি দাবি করেন, অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।

তবে অভিযোগ অস্বীকার করে মেহেদী সরকার বলেন, ‘আমার সঙ্গে চলাফেরা করে এমন এক যুবক মাহিনের সঙ্গে সাদ্দামের বড় ভাই ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিনের পারিবারিক বিরোধ রয়েছে। সেই বিরোধ থেকেই মারামারির ঘটনা ঘটে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। চাঁদা দাবির প্রমাণ থাকলে তদন্তে বেরিয়ে আসবে।’

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন নিতে দণ্ডপ্রাপ্ত আসামি, খুঁজে পায় না পুলিশ

কাপ্তাই হ্রদে কায়াক উল্টে পর্যটকের মৃত্যু

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি