হোম > সারা দেশ > খুলনা

ন্যায্যমূল্যের দাবিতে সড়কে পেঁয়াজ ছিটিয়ে অবরোধ কৃষকদের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকায় সড়কে পেঁয়াজ ছিটাচ্ছেন কৃষকেরা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে উৎপাদনে লোকসানের মুখে পড়ায় ন্যায্যমূল্যের দাবিতে সড়কে পেঁয়াজ ছিটিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার খলিশাকুন্ডি বাজারে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এসব কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে জানা গেছে, খেত থেকে পেঁয়াজ তোলার শুরুতেই দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। দাম বৃদ্ধির দাবিতে তাঁরা অবরোধ করে সড়কে পেঁয়াজ ছিটিয়েছেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া একলাসুর রহমান নামের এক কৃষক বলেন, বিঘা প্রতি দেড় লাখ টাকার বেশি খরচ করে পেঁয়াজের চাষ করেছি। আশা ছিল ভালো দাম পাব। তবে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু না করতেই দাম কমে দাঁড়িয়েছে ৩৫ টাকায়। যার ফলে আমরা লোকসানের মুখে পড়েছি। তাই দাম বাড়ানোর দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি।

কহর আলী নামের আরেক কৃষক বলেন, পেঁয়াজের যা বাজার দর এতে আমাদের খরচ তো দূরের কথা বীজের দামি উঠবে না।

সড়ক অবরোধের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আজ ৪টা থেকে সড়ক অবরোধ করে পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে কৃষকেরা সড়কে অবস্থান নেন। সন্ধ্যা ৭ পর্যন্ত আমাদের পুলিশ সদস্যরা ওখানে আছে পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজ করছেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

বিজয় দিবস পালন করতে হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার করে: প্রিন্স

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত