হোম > সারা দেশ > ঝিনাইদহ

বিদ্যুতায়িত হয়ে কোটচাঁদপুরে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে রড ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিনারুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সাবদারপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিনারুল ইসলাম উপজেলার লক্ষ্মীকুণ্ড গ্রামের বাসিন্দা।

মৃতের চাচা আব্দুল আওয়াল জানান, মিনারুল পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তাঁর নিজস্ব একটি দোকান রয়েছে সাবদারপুর বাজারে। আজ সকালে বাজারের রিপনের নতুন ভবনে রড ওয়েল্ডিংয়ের কাজ করতে যান তিনি। কাজের সময় অসাবধানতাবশত ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের প্রধান তারের সংস্পর্শে আসেন মিনারুল। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই মিনারুলের মৃত্যু হয়েছে।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশে বড় চ্যালেঞ্জ: আইজিপি

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টাতে শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট