হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিরোধের কারণেই আজকের বাংলাদেশ: আদিলুর রহমান

জহিরুল আলম পিলু 

বৃহস্পতিবার যাত্রাবাড়ীতে আয়োজিত সমাবেশে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ। শহীদ পরিবারের সদস্যদের বুকের চাপা আর্তনাদ, একদিন দোয়ায় পরিণত হবে।

যাত্রাবাড়ীতে আজ বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্যই করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতিরোধ ক্ষেত্র যাত্রাবাড়ী থানার সামনে আজ ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতার পাশাপাশি গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য এবং গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

সমাবেশে স্থানীয়দের উদ্দেশে শিল্প উপদেষ্টা বলেন, ‘এই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ। আমরা যে বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিলাম, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা বুকে নিয়ে আপনাদের পাশে জুলাইয়ের শেষ থেকে রাস্তায় দাঁড়িয়েছি। সেই বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশে আর কখনো শোষণ, বঞ্চনা ও বৈষম্য থাকবে না।

‘শহীদ পরিবারের সদস্যদের বুকের যেই চাপা আর্তনাদ, একদিন সেই আর্তনাদের জায়গাটা দোয়ায় পরিণত হবে। যেই বাংলাদেশ তরুণদের অকুতোভয় লড়াইয়ের মধ্য দিয়ে নতুন দেশের জন্ম দিতে পেরেছে, আপনাদের সবাইকে আবারও সেই বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তারা বারবার ফিরে আসার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে।

সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হলে গোপালগঞ্জের মতো আরও পরিস্থিতি হতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলের লোকজন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন, সেই ঐক্য ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক