হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সেই মাঠেই শুরু হলো বাণিজ্য মেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শনিবার বিকালে মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। ছবি: আজকের পত্রিকা

শত বিতর্কের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামেই শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এবং মেলা আয়োজক কমিটির সদস্যরা।

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘১০ মে থেকে ১০ জুন পর্যন্ত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলবে। এখানে দর্শনার্থীরা নির্বিঘ্নে সুলভ মূল্যে মালামাল ক্রয় করতে পারবেন। সেই নির্দেশনা সব দোকানদারকে দেওয়া হয়েছে। এ জেলার পণ্য ছাড়াও অন্য জেলার পণ্য চাঁপাইনবাবগঞ্জের ১৮ লাখ মানুষের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শনিবার বিকালে মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। ছবি: আজকের পত্রিকা

আব্দুল ওয়াহেদ আরও বলেন, ‘মেলা শেষে খেলার মাঠের চিত্র আমরা পরিবর্তন করে দেব। এটা আমরা এজন্য করব যে যাতে পরবর্তী সময়ে এই মাঠটি পেতে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। আর জাতীয় ক্রীড়া পরিষদে আমাদের সিকিউরিটি জমা আছে। আমরা এটা ঠিক না করে দিলে টাকা ফেরত পাব না।’

মেলা উদ্বোধনের সময় জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ‘খেলাধুলার জন্য আমাদের পৃষ্ঠপোষকতা অবশ্যই করতে হবে। পাশাপাশি দেশীয় শিল্পপণ্যের বিকাশ ঘটানোর জন্য এই টাইপের প্রচার এবং প্রসার ঘটাতে হবে।’

এর আগে গত ২৯ এপ্রিল আজকের পত্রিকায় ‘স্টেডিয়ামের মাঠ খুঁড়ে মাসব্যাপী মেলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সমালোচনার মধ্যেই মেলা শুরু হলো।

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি