ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে হামলা এবং মুসল্লিদের হত্যার অভিযোগে সারা দেশে আগামী রোববার(২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া আগামীকাল শনিবার(২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী।
বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির আগমনের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররম, হাটহাজারীসহ দেশের কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং ক্ষমতাসীন দলের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে । এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে।
হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।