চট্টগ্রাম নগরের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেডে একটি কার্টন তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর বেপজা গেটের বিপরীতে ‘ইউনিটি অ্যাক্সেসরিজ’ নামে কারখানাটিতে আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে। এই খবর লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছেন।