হোম > সারা দেশ > লালমনিরহাট

নরসুন্দর বাবা-ছেলেকে নির্যাতন: ‘মবের’ মুখে এবার সাংবাদিকেরা

লালমনিরহাট প্রতিনিধি 

মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনায় আজ বুধবার তদন্তে যান রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনার পর এবার পুলিশের উপস্থিতিতে মবের শিকার হতে যাচ্ছিলেন সাংবাদিকেরা। পরে পুলিশের সহায়তায় মব থেকে রক্ষা পেয়েছেন তাঁরা। আজ বুধবার লালমনিরহাট পৌরসভার গোশলা বাজারের হানিফ পাগলা মোড়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনা তদন্ত করতে আজ সরেজমিনে যান রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন। এ সময় ঘটনাস্থলে তৌহিদি মুসলিম জনতার নেতা ও নরসুন্দর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

নরসুন্দর পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দাবি করে নরসুন্দর বিষ্ণুর স্ত্রী দীপ্তি রানী পুলিশের এ কর্মকর্তার কাছে হাতজোড় করে পরিবার ও গ্রেপ্তার বাবা-ছেলের নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানান। পরে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশের এ কর্মকর্তা। এ সময় আসন্ন রথ উৎসবের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি রয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন।

এ সময় নরসুন্দর পরিবারের অভিযোগ প্রসঙ্গে তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করায় উপস্থিত সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন কতিপয় স্থানীয় লোকজন। পরে পুলিশ চলে যাওয়ার মুহূর্তে সাংবাদিকদের হিন্দুর দালাল ও ভুয়া বলে স্লোগান দিয়ে মব তৈরির চেষ্টা করেন। এ সময় দ্রুত সাংবাদিকেরা পুলিশের সহায়তা নেওয়ায় মব থেকে রক্ষা পান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, সামাজিক দায়বদ্ধ থেকে তৌহিদি মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ তাঁদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। পরিবারের সদস্যদের প্রতি কারও কোনো অভিযোগ নেই। তাই তাদের নিরাপত্তাহীনতারও কিছু নেই। রথযাত্রাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর